১৫ মে ২০২৪, ০১ জৈষ্ঠ ১৪৩১, ০৬ জিলকদ ১৪৪৫
`


২০২৩ সালের এসএসসি পরীক্ষার প্রস্তুতি : বাংলা প্রথম পত্র

গদ্যাংশ : শিক্ষা ও মনুষ্যত্ব গদ্যাংশ : মমতাদি
-

সুপ্রিয় ২০২৩ সালের এসএসসি পরীক্ষার শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। সংশোধিত পুনর্বিন্যাসকৃত সিলেবাস অনুযায়ী আজ তোমাদের বাংলা প্রথম পত্রের ‘গদ্যাংশ : শিক্ষা ও মনুষ্যত্ব’ থেকে আরো ৩টি এবং ‘গদ্যাংশ : মমতাদি’ থেকে ৩টি বহুনির্বাচনী প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করা হলো।
গদ্যাংশ : শিক্ষা ও মনুষ্যত্ব
৩০। শিক্ষা আমাদের কী শেখায়?
(ক) মানবসত্তাকে জাগ্রত করতে
(খ) জীবনকে উপভোগ করতে
(গ) সত্যিকার মানুষ হতে
(ঘ) মূল্যবোধ জাগ্রত করতে
৩১। কোন পত্রিকাটি ঢাকা থেকে প্রকাশিত হয়েছিল?
(ক) সবুজপত্র (খ) সমাচার দর্পণ
(গ) শিখা (ঘ) সংবাদ প্রভাকর
৩২। ‘শিক্ষা ও মনুষ্যত্ব’ প্রবন্ধে মানব উন্নয়ন বলতে কী বোঝানো হয়েছে?
(ক) আহারতৃপ্ত মানুষ
(খ) প্রকৃত শিক্ষিত মানুষ
(গ) অর্থচিন্তাসম্পন্ন মানুষ
(ঘ) বন্দী মানুষ
উত্তর : ৩০.খ ৩১.গ ৩২.খ।
গদ্যাংশ : মমতাদি
১। ‘কারো কাছে যা পাই না, তুমি তা দেবে কেন’? বাক্যটিতে কী প্রকাশ পেয়েছে?
ক) শ্রমজীবী মানুষের ক্ষোভ
খ) কাক্সিক্ষতজনের কাছে আদর-ভালোবাসা
গ) অধিকারহীনের অধিকারের প্রত্যাশা
ঘ) স্বামী-সন্তানের দুরবস্থায় সহযোগিতার প্রত্যাশা
২। মমতাদি ছেলেটিকে মিষ্টি খেতে বারণ করেছিল-
i) বেশি মিষ্টি খেলে মা বকবে বলে
ii) বেশি মিষ্টি খেলে অসুখ করবে বলে
iii) মমতাদি ছেলেটিকে ভালোবাসত বলে
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) i ও iii
গ) ii ও iii ঘ) i, ii ও iii
নিচের উদ্দীপকটি পড়ে ৩ ও ৪ নম্বর প্রশ্নের উত্তর দাও।
‘কেষ্টর মা হঠাৎ মারা যায়। প্রতিবেশী এক চাচার বাসায় আশ্রয় মেলে তার। কেষ্ট সর্বদা চাচীকে সাংসারিক কাজে সাহায্য করে। আর ছোট চাচাতো ভাইকেও খুব আদর করে। কেষ্টর এমন আচার-ব্যবহারে চাচা-চাচী তাকে সন্তানের মতোই দেখে।’
৩। উদ্দীপকটি তোমার পঠিত কোন গল্পের সাথে সাদৃশ্যপূর্ণ?
ক) পালামৌ
খ) দেনাপাওনা
গ) আম-আঁটির ভেঁপু
ঘ) মমতাদি
উত্তর : ১.খ ২.গ ৩.ঘ।


আরো সংবাদ



premium cement
রোহিঙ্গা প্রত্যাবাসন না হওয়ার কারণ খোঁজার ওপর মোমেনের গুরুত্বারোপ প্রথমবারের মতো দেশীয় শিং মাছের জিনোম সিকুয়েনন্স উদ্ভাবন টিসিবি ২০২৫ সালের জুন পর্যন্ত পণ্য আমদানি করতে পারবে ডোনাল্ড লু-পররাষ্ট্রমন্ত্রীর আলোচনায় যেসব বিষয় গুরুত্ব পেল স্লোভাকিয়ার প্রধানমন্ত্রী গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে ‘ঋণ করে রিজার্ভ বাড়ানোর চেষ্টা করছে সরকার’ ১৮তম শিক্ষক নিবন্ধনের ফল প্রকাশ প্রাথমিকের শিক্ষক নিয়োগ দ্বিতীয় ধাপের চূড়ান্ত ফল প্রকাশ গোয়ালন্দে চালককে হত্যা করে মোটরসাইকেল ছিনতাই, ৪ জনের যাবজ্জীবন অর্থনৈতিক অব্যবস্থাপনা ও বিদেশে অর্থ পাচারে জামায়াতের উদ্বেগ বর্তমান শাসকগোষ্ঠী মিথ্যার ওপরে টিকে আছে : মির্জা ফখরুল

সকল